Khoborerchokh logo

পিপিএম পদক পেলেন রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম 145 0

Khoborerchokh logo

পিপিএম পদক পেলেন রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম

মোস্তফা  মিয়া,পীরগঞ্জ রংপুর ;
প্রেসিডেন্ট পুলিশ পদক ২০২৪ বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছরের ন্যায় এ বছর পদকে ভূষিত হলেন রংপুর জেলাধীন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম। 

 গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর ৪০০ কর্মকর্তা ও সদস্যকে বিপিএম ও পিপিএম  সম্মানসূচক পদক পরিয়ে দিয়েছেন ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম  জানান,“রংপুর জেলার পুলিশ সুপার জনাব ফেরদাউস আলী চৌধুরী  পিপিএম-বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব নেওয়ার পর থেকে দেশ ও মানুষের জন্য কাজ করতে পেরেছি, যার ফলে উপহার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে  আমাকে প্রেসিডেন্ট পুলিশ পদকে ভূষিত করেছে।আমি  অনেক আনন্দিত ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com